• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউপি চেয়ারম্যানকে চড়-থাপ্পড়, প্যানেল মেয়র গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৬, ২০২২, ০৯:৩৮ এএম
ইউপি চেয়ারম্যানকে চড়-থাপ্পড়, প্যানেল মেয়র গ্রেপ্তার

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আব্দুর রাজ্জাক রাজা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) রাত ৮টার দিকে ওই ইউপি চেয়ারম্যানের করা মামলায় আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সমন্বয় সভায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় দুপুরের খাবার বিরতির সময় আব্দুর রাজ্জাক রাজা ও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় আব্দুর রাজ্জাক রাজা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই ওই ইউপি চেয়ারম্যানকে চড়থাপ্পড় মারেন।

এ সময় সভায় হট্টগোল বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন সদর থানা-পুলিশকে খবর দেন। পরে রাজাকে পুলিশি হেফাজতে রাখা হয়। রাত ৮টার দিকে ইউপি চেয়ারম্যানের করা মামলায় রাজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!