• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:১৯ পিএম
আইসসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (২ এপ্রিল) ভোরে উপজেলার জালিয়ার দ্বীপের নাফ নদীর সীমান্তে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার৷

আটকরা হলেন মিয়ানমারের মংডুর মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২) ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার পিস ইয়াবা ও এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক বলেন, “গোপন সংবাদে খবর আসে শনিবার ভোরে জালিয়ার দ্বীপ এলাকায় নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এ খবরে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহল জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। পরে একটি নৌকা মিয়ানমারের শোয়ার দ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে গেলে নৌকাটি থামানোর সংকেত দেয় বিজিবি। তখন একজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।”

লে. কর্নেল শেখ খালিদ বলেন, “পরে নৌকাটি তল্লাশি করে ভেতরে পাটাতনের নিচে থাকা একটি বস্তার ভেতর থেকে এক কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।”

এ ঘটনায় অনুপ্রবেশ ও মাদক বহনের দায়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!