• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আ.লীগ কার্যালয়ে তবারক নিয়ে সংঘর্ষ, ৪ জনকে কুপিয়ে জখম


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৮:৫৯ এএম
আ.লীগ কার্যালয়ে তবারক নিয়ে সংঘর্ষ, ৪ জনকে কুপিয়ে জখম

নড়াইলে মিলাদের তবারক নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের চার নেতা-কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংঘর্ষ বাধে।

সংঘর্ষে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক লীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, মো. ফারুক হোসেন ও নাহিদ হোসেন কুপিয়ে জখম করা হয়। আহতরা সবাই নড়াইল সদর হাসপাতালে ভর্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আঞ্জুমান আরার স্বামী সিদ্দিকুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সন্ধ্যায় পালিত হয়। মিলাদ শেষে তবারক নিয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বোরহান উদ্দিনের সঙ্গে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজুল ইসলাম সজলের কথা-কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।

নড়াইলের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চারজন আহতের কথা স্বীকার করলেও মিলাদের তবারকের বিষয়টি অস্বীকার করে ঘটনায় কারা জড়িত তা বলতে রাজি হননি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামীমূর রহমান বলেন, আহতরা সবাই চিকিৎসাধীন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!