• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনার অন্যতম হোতা গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০৮:৫৭ এএম
অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনার অন্যতম হোতা গ্রেপ্তার

নড়াইলে কলেজ অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের ঘটনার অন্যতম হোতা রহমতউল্লাহ রনিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে নড়াইল পুলিশ। এ নিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ জুন) রাতে খুলনার ছোট বয়রা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

রনি খুলনার বিএল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র। তিনি সদরের রুখালী গ্রামের জাবের বিশ্বাসের ছেলে।

১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সহিংসতা এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দেওয়াসহ শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পোড়ানো এবং পুলিশের কাজে বাধা ঘটনায় উপপরিদর্শক (এসআই) মুরসালিন বাদী হয়ে সোমবার (২৭ জুন) দুপুরে মামলা করেন। মামলায় ১৭০-১৮০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার রাতে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতে তিন আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এদিকে অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় নড়াইলের বিভিন্ন স্থানে নিন্দা জানাতে সভা হয়েছে। সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাকে সভাপতি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছে সম্প্রীতি মঞ্চ।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, মামলায় অজ্ঞাতনামা আসামিদের ধরতে পুলিশ ঘটনার দিনের ভিডিও ফুটেজের আশ্রয় নিয়েছে। রহমত উল্লাহ রনি ঘটনার অন্যতম হোতা।

Link copied!