• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

অটোর ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০২:৫৮ পিএম
অটোর ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাফি বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) সকালে জামালপুর-বকশীগঞ্জ সড়কের বাসকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাফি বেওয়া নিলক্ষিয়া ইউনিয়নের মৃত পচা মিয়ার স্ত্রী।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাশ জানান, সকালে বাসকান্দা এলাকায় মাফি বেওয়া ও মহিরন নামে দু’জন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাফি বেওয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন মহিরন। দুর্ঘটনার পর অটোরিকশা ফেলে চালক পালিয়ে গেছেন।
 

Link copied!