• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:০৯ পিএম
গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার
ঈদ উপহারসামগ্রী তুলে দিচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ছবি : প্রতিনিধি

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী তুলে দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলার ১২ জন শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেওয়া হয়। এসময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এদিন সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকায় শহীদ মাহবুবসহ জেলার অন্যান্য শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহারসামগ্রী ও স্মারক পত্র হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সদস্য ডা. রাকিবুজ্জামান, সদস্য কৃষিবিদ বিপুল, ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন-উর-রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ।

ঈদ উপহারসামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. সায়েম মনোয়ার।

এসময় ড্যাবের সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শহীদ মাহবুবের মায়ের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একইসঙ্গে ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
 

Link copied!