ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি পুকুর থেকে জিল্লুর রহমান (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা ঈদঁগা মাদ্রাসার সামনের মহাসড়ক সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় ।
নিহত জিল্লুর রহমান উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিল্লুর রহমান ঈদগাঁ মাদ্রাসা মসজিদে জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। তখন ঈদগাঁ মাদ্রাসার পরিত্যক্ত পুকুর পাড়ে পৌঁছালে দুইটি গাড়ি তার সামনে এসে পড়ে। এসময় জিল্লুর রহমান পাশে দাঁড়াতে গিয়ে পা-পিছলে পরিত্যক্ত পুকুরে পড়ে ডুবে যান।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পচা পানির পরিত্যক্ত পুকুর থেকে জিল্লুর রহমানকে উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে পাঠানো হলে চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক রেজাউল হোসেন জানান, লোকটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”