পাবনায় ১০০ বোতল ফেনসিডিল রাখার দায়ে জনি শেখ (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনি শেখ পাবনা সদর উপজেলার গাছপাড়ার আ. বারেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১২ এর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় পাবনা সদর উপজেলার গাছপাড়ার বাড়ি থেকে ১০০ বোতল ফেনসিফিলসহ জনি শেখকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামি পক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর বলেন, “লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। এ রায় যথাযথ হয়নি। আপিল করা হবে।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মুল নাহলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত। তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এ ধরণের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।”