• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কানাডা পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৬:০৬ পিএম
কানাডা পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারুক হাওলাদার নামের যুবলীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের আদালতে তাকে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

ফারুক হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে দেশত্যাগ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ফারুক হাওলাদারের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানবপাচার ও দমন আইনে মামলা থাকায় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

এরপর জাজিরা থানায় তার আটকের বিষয়ে অবগত করলে তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মামলা থাকায় তাকে জাজিরা থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, লুটপাট ও মানবপাচারসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক ছিলেন।

ফারুক হাওলাদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে নিহত রিয়াজুল তালুকদার নামের শ্রমিক দলের এক কর্মী হত্যা মামলার ৭২ নাম্বার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। এরপর কানাডা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আটক করে এই যুবলীগ নেতাকে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইমিগ্রেশন পুলিশ ফারুক হাওলাদারকে আমাদের কাছে সোপর্দ করার পর তাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।”

Link copied!