• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:০২ এএম
যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সুরুজ গাজী

বরিশালে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার রাতে নগরীর কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সুরুজ গাজী (৩৫) কাউনিয়া হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। আহত নয়ন গাজী (৩২) কাউনিয়া হাউজিং এলাকার তসলিম গাজীর ছেলে।

নিহত ও আহতের স্বজন এবং এলাকাবাসী অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক, চাঁদাবাজি নিয়ে স্থানীয় শাহীনের সঙ্গে দ্বন্দ্ব ছিল সুরুজের। সন্ধ্যার পর শাহীন ও তার সহযোগীরা মিলে সুরুজ ও নয়নকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতারে নিয়ে আসা হলে সুরুজের অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাউনিয়া থানার এসআই মো. শাহ জালাল একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

Link copied!