• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৯:২৭ পিএম
মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে রুবেল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

বুধবার (২২ জানুয়ারি) সকালে হরিপুর উপজেলার যাদুরানী হাটে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল ইসলাম জেলার পীরগঞ্জ উপজেলার গোগর পটুয়াপাড়ার খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে একটি চুরি এবং একটি নারী ও শিশু নির্যাতনের মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে হরিপুর উপজেলার যাদুরানী হাটে মুদিদোকানি আবদুল মালেকের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন রুবেল। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তারা তাকে হাটের বটতলায় পিটুনি দেন। এতে রুবেল মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল ধরা পড়েছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে পিটুনি দিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!