• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে যুবক নিহত, আহত ৬


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০১:২৩ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে যুবক নিহত, আহত ৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিয়ন্ত্রণ হারিয়ে  প্রাইভেট কার উল্টে রাইসুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া ছয়জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাণীশংকৈল -নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

রাণীশংকৈলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাইসুল দিনাজপুর সদর থানার শেখপুর এলাকার সোহেল রানার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীশংকৈল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার দুপুরে নেকমরদ মহাসড়কের পানি উন্নয়ন অফিসে সামনে এলে আচমকা চালক দ্রুতগামী গাড়িটিকে ব্রেক করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রাইসুল ইসলাম নামে গাড়ির এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা ৬ যাত্রী। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

 ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, আচমকা চালক দ্রুত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এতে একজনের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 

Link copied!