• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৪, ০৭:২৫ পিএম
কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

মাদারীপুরের কালকিনিতে অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে আব্দুল কাইয়ুম (৩৪) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাই সরদারের চর এলাকা থেকে আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অনিবন্ধিত কোম্পানির বেশ কিছু ওষুধ উদ্ধার করা হয়। পরে কিছু ওষুধ আলামত হিসেবে রেখে বাকিগুলা ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত আব্দুল কাইয়ুম উপজেলার ডিগ্রিরচর এলাকার মৃত আব্দুর রবের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধ ওষুধ বিক্রি করছিলেন আব্দুল কাইয়ুম। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাই সরদারের চড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন বলেন, অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!