চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ ভরি স্বর্ণসহ আব্দুর রহিম (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আব্দুর রাহিম জেলার ভোলাহাট উপজেলার ফুটানী বাজার এলাকার চামুচা গ্রামের জাহানারা বেগম ও মৃত লোকমান আলীর ছেলে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রহিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও ১৮ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৪৩ লাখ ৬৭ হাজার ৬৭৯ টাকা।
জব্দকৃত স্বর্ণ ও টাকা ট্রেজারিতে জমা করা হয়েছে এবং আটক আসামিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।