• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:৩৮ এএম
পাওনা টাকা চাওয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

মাদারীপুরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় শ্রী তপন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটক তপন সদর উপজেলার বনগাঁ গ্রামের সানিন্দের ছেলে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান বসুর ছেলে। তিনি পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

ওসি আল মামুন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আসামি তপনকে আটক করা হয়েছে এবং মরদেহের সুরতহাল রিপোর্টসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!