বিয়ের ৪ দিনের মাথায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাকিব জমাদ্দার (২৩) নামে এক যুবক।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার চরখালি-মঠবাড়িয়া সড়কের ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে নিহত হন রাকিব। এ দুর্ঘটনায় রাকিবের বন্ধু সুব্রত হালদার (২০) গুরুতর আহত হয়েছেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাকিব জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগিরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত হালদার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।
মঠবাড়িয়া মিরুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন একটি কালভার্টের গর্তে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালকের আসনে থাকা রাকিব মারা যান। আমি সংবাদ পেয়ে পুলিশে খবর দেই, তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন এসে রাকিবের লাশ বাড়িতে নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাকিব জমাদ্দারের বন্ধু সাইফ ইমন বলেন, রাকিব ও তার বন্ধু সুব্রত দুইজনে মিলে ভান্ডারিয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনায় রাকিব মারা যান। ১৮ জানুয়ারি রাকিব বিয়ে করেছিলেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ভান্ডারিয়া উপজেলার মধ্যে ঘটেছে, তবে নিহতে বাড়ি মঠবাড়িয়ায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।