• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:১৪ পিএম
তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাদেক আলী (২২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদেক আলী কলাগাও গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়, চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদেক আলীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত আছে।

Link copied!