• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

সুদের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০১:২৭ পিএম
সুদের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা
সালথা থানা।

ফরিদপুরের সালথায় সুদের টাকা পরিশোধ করতে না পেরে মো. আসাদ শেখ (২৪) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নিজ ঘরের আড়া থেকে আসাদ শেখের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আসাদ বিষ্ণুদী গ্রামের আলতাফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানায়ে, আসাদ সংসারের বড় ছেলে। দুই বছর আগে তার ছোট ভাই মাসুদকে বিদেশে পাঠানোর জন্য নগরকান্দার বেতাল গ্রামের ইস্তাম কাজীর কাছে থেকে চার লাখ টাকা ঋণ নেন। পরে ছোট ভাইকে বিদেশ পাঠানোর ব্যাপারে প্রতারণার শিকার হয়ে টাকা-পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আসাদ গত দুই বছর ধরে ওই চার লাখ টাকায় প্রতিমাসে ইস্তামকে ৩২ হাজার টাকা সুদ দিয়ে আসছিলেন।

তবে অভাবের কারণে দুই মাস ধরে সুদের টাকা দিতে পারেনি। এর মধ্যে গতকাল সকালে ইস্তাম কাজী বাড়িতে এসে আসাদকে গালিগালাজ করে ও ভয় ভীতি দেখান। এতে ভীত হয়ে আসাদ ফাঁস নেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  প্রাথমিকভাবে জানতে পেরেছি, সুদের টাকার চাপে আসাদ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!