নববধূ বিয়ের পাঁচ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় শ্বশুরবাড়িতে বিষ খেয়ে স্বামী ইবাদ খান (৩০) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর শহরের কোরালিয়া রোডের নববধূর বাসায় এ ঘটনা ঘটে।
ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম খানের ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিংয়ে চাকরি করতেন। পালিয়ে যাওয়া নববধূ খাদিজা আক্তার বিআইডব্লিউটিএর চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, ইবাদ খানের সঙ্গে পারিবারিকভাবে ৭ মার্চ খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর ১১ মার্চ নববধূ খাদিজা আক্তার স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার যাবেন বলে জানান। কিন্তু সোমবার রাতেই খাদিজা তার প্রেমিকের কাছে চলে যান। এ ঘটনার পর ১২ মার্চ শ্বশুরবাড়িতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইবাদ ইঁদুর মারা বিষ খান। হাসপাতালে নেওয়ার আগেই ইবাদের মৃত্যু হয়।