• ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

তিনটি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০৪:৩০ পিএম
তিনটি বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চি করেছেন।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ডিবি পুলিশের একটি দল সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে আসাদুল গাজীকে গ্রেপ্তার করে। তিনি দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পলানোর চেষ্টা করলে পুলিশ আসাদুল গাজীকে আটক করে। এসময় অন্যজন পালিয়ে যায়।

আটকের পর আসাদুল গাজীকে তল্লাশী করে তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক এস আই আহম্মাদ কবির বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করেছেন বলেও জানান পুলিশ সুপার।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!