ভারতে পাচারের সময় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ মিঠু (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার বাঁকাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের শওকাত আলীর ছেলে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাঁকাল ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ মিঠুকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
আটক মিঠুকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।