জামালপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগে রফিবুল ইসলাম সোহান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) সকালে শহরের নারকেলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
রফিবুল ইসলাম সোহান রংপুর জেলার গঙ্গারছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে। তিনি জামালপুর সদরের নারিকেলি গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে জামালপুরের ইসলামপুর উপজেলার করইতলা গ্রামের নাদের মণ্ডলের ছেলে গফুর মিয়ার (২০) কাছ থেকে রফিকুল ইসলাম ৫ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তী সময়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে গফুর মিয়া পুলিশকে জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোনো খরচের প্রয়োজন নেই। চাকরি দেওয়ার নামে কেউ প্রতারণা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।