• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

ভাঙ্গায় মাদকসহ যুবক গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০১:৫০ পিএম
ভাঙ্গায় মাদকসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় দুই হাজার পিস ইয়াবাসহ মো. নাঈম শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন।

এর আগে, শনিবার (৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম হাসামদীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাঈম শেখ একই উপজেলার বড়দিয়া এলাকার মো. ওবায়দুর শেখের ছেলে।

শামীম হোসেন বলেন. “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈম শেখ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেছেন। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!