• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

বিপুল পরিমাণ মদসহ সেনাবাহিনীর হাতে যুবক আটক


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪, ০৩:০৫ পিএম
বিপুল পরিমাণ মদসহ সেনাবাহিনীর হাতে যুবক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ৩৪৫ ইউএস ডলার, ৪৫ হাজার টাকা, জন্মবিরতিকরণ বড়ি ও কনডম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার উত্তরসুর এলাকার শ্রীমঙ্গল ক্লাব থেকে এসব জব্দ করা হয়। 

এ সময় উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের হরিনাকান্দি এলাকার অমলেন্দু পালের ছেলে ও মিঠুন পালকে (৩০) আটক করা হয়।

অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। আটক মিঠুন পালকে শ্রীমঙ্গল থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর মেজর মেজবা বলেন, মিঠুন পাল পান করে সবুজবাগ এলাকায় মানুষের ওপর হামলা করেন। পরে তিনিও এলাকাবাসীর হাতে জখম হন। মদ কোথা থেকে পান করেছেন জানতে চাইলে শ্রীমঙ্গল ক্লাবের সদস্য বলে জানান। সেখানে অভিযান চালালে অবৈধ মদসহ অন্যান্য দ্রব্য জব্দ করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!