• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ৯ শা'বান ১৪৪৬

প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করল দুর্বৃত্তরা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৩:২৩ পিএম
প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করল দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে মিজানুর রহমান (৩৯) নামের যুবদলের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর উপজেলার বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি ওই ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের ইউনিয়নের কিছু যুবকের সঙ্গে মাটি কাটা নিয়ে মিজানের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে মিজানের কয়েকজন অনুসারী প্রতিপক্ষের জহির নামের একজনকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে মিজানের ওপর হামলা হতে পারে।

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল বলেন, “মিজান গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা আমার জানা নেই।”

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।  

Link copied!