প্রেমকে সত্যিকারের রূপ দিতে হাজার মাইল পাড়ি দিয়ে তরুণী এলেন কুমিল্লায়


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৩:১৮ পিএম
প্রেমকে সত্যিকারের রূপ দিতে হাজার মাইল পাড়ি দিয়ে তরুণী এলেন কুমিল্লায়
ছবি : সংগৃহীত

ধর্ম-দেশ বাদ সাধেনি তাদের প্রেমে। মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করেন কুমিল্লার যুবক আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ ওরফে অপু (৩২) ও ইন্দোনেশীয় তরুণী নাজিফা মুনজারিন ওরফে সিনতা (২৫)। কাজের সূত্রে পরিচয়, এরপর প্রেম। একপর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। বিয়ে করতে সম্প্রতি দুজনেই এসেছেন কুমিল্লায়।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে শহরের বাগিচাগাঁও এলাকার একটি পার্টি সেন্টারে হয় গায়েহলুদের অনুষ্ঠান।

আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহাম্মদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। আর নাজিফা মুনজারিন সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। সিনতা জন্মগতভাবেই খ্রিষ্টধর্ম পালন করতেন। গত ২৭ সেপ্টেম্বর অপুর সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন সিনতা। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের পিঁড়িতে বসেন। দুই পরিবারের সম্মতিতেই সিনতাকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন বর আহাম্মদ উল্লাহ ইমতিয়াজ। কিছুদিনের মধ্যেই ইন্দোনেশিয়া গিয়ে সে দেশের রীতিতে তাদের বিয়ের আরেকটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তিনি।

বিয়ের পর নাজিফা মুনজারিন সিনতা তার ভাষায় বলেন, ইমতিয়াজের পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে। ইমতিয়াজ মানুষ হিসেবে অসাধারণ। তারা সবার কাছে দোয়া চান। পুরো জীবন একসঙ্গে কাটাতে চান। বাংলাদেশের মানুষের আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা জানিয়ে ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান তিনি।

নববধূতে মুগ্ধ বলে জানিয়েছেন আহাম্মদ উল্লাহ ইমতিয়াজের মা ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমার তিনটা ছেলে, কোনো মেয়ে নেই। এ জন্য আমার মনেই হয় না আমার ঘরে নতুন বউ এসেছে। মনে হচ্ছে, আমার একটি মেয়ে ঘরে এসেছে। সিনতা আমার মেয়ে হয়েই থাকবে। বিদেশি মেয়েদের মনমানসিকতা এত সুন্দর হতে পারে, সেটা সিনতাকে না দেখলে বুঝতে পারতাম না। মেয়েটা আমাদের সবাইকে আপন করে নিয়েছে অল্প সময়ের মধ্যে।’

Link copied!