• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন তরুণী


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ০১:০২ পিএম
নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন তরুণী

ঠাকুরগাঁও ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে ভুল নাম-পরিচয় দিয়ে নবজাতককে রেখে পালিয়ে গেছেন তরুণী। ভর্তির ২ ঘণ্টা পর সেই তরুণী বাচ্চাটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে রেখে পালিয়ে যান।

সোমবার (১ জুলাই)  সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। 

হাসপাতালে ভর্তির কাগজে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী উল্লেখ করা হয়েছে। অভিভাবকের জায়গায় জয় লেখা রয়েছে এবং বাচ্চার নাম লেখা রয়েছে বেবি।

এ সম্পর্কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলেন,  সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে শিশু ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। বাচ্চাটি সুস্থ আছে।

শিশু ওয়ার্ডের দায়িত্বরত এক নার্স বলেন, সোমবার সকাল সাড়ে ৭টায় এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। তখন শিশুটির মা শিশুটিকে  হাসপাতালে ভর্তি করান। সকাল ১০টার দিকেই শিশুটির মাকে আর বাচ্চাটির পাশে দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কোনো অভিভাবক বাচ্চাটির কাছে আসেনি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর ১২টা পর্যন্ত খোঁজখবর নিলে সেই বাচ্চার কোনো অভিভাবক পাওয়া যায়নি।  হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ খবর দিলে পুলিশ এসে ঠাকুরগাঁও শিশু কল্যাণ পরিবারকে খবরটি জানান।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, “আমরা ঠাকুরগাঁও শিশু পরিবারকে ইতিমধ্যেই জানিয়েছি। তাদেরকে নিয়ে বাচ্চার বিষয়ে কথা হয়েছে। এই মুহূর্তে বাচ্চার একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারো কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন আবেদন করেছেন। ঠাকুরগাঁও শিশু পরিবারসহ পরবর্তীতে আমরা কাগজ যাচাইবাছাই করে যাকে দেওয়ার মতো হয় তাকে আমরা বাচ্চাটি দিব।” =
 

Link copied!