• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্তে পড়ে ছিল যুবকের নাক-কান কাটা মরদেহ


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৩:৪৮ পিএম
সীমান্তে পড়ে ছিল যুবকের নাক-কান কাটা মরদেহ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে মোহাম্মদ আলী পান্না (৩৯) নামের এক যুবকের নাক-কান কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার হরিহরনগর গ্রামের একটি সেগুনবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী পান্না ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।  

পুলিশ জানায়, সকালে ভারতীয় সীমান্তবর্তী হরিহরনগর গ্রামের একটি সেগুনবাগানে পান্নার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, “রোববার (১৪ মে) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। তার নাক ও একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!