• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

কামড় দেওয়ার পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৯:০৫ পিএম
কামড় দেওয়ার পর রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

পাবনার ঈশ্বরদী উপজেলায় রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন রুবেল প্রামানিক (২৮) নামের এক কৃষক। পরে সাপটিকে মেরে বস্তায় ভরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন রুবেল।  

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পদ্মানদীর চরে চাষকৃত কলার বাগানে কাজ করার সময় তাকে সাপটি কামড় দেয়। আহত রুবেল প্রামানিক ওই ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের রিকাত আলী প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী রায়হান বিশ্বাস জানান, ঘটনার সময় রুবেলসহ বেশ কয়কজন কলাবাগান পরিষ্কার করছিলেন। এই সময় রাসেলস ভাইপার সাপটি রুবেলকে কামড় দেয়। তখন অন্যরা এসে সাপটিকে মেরে ফেলে। দ্রুত ঘটনাস্থল থেকে রুবেলকে উদ্ধার করে মৃত সাপটিকে বস্তায় ভরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, সকালে কলাবাগানে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। এরপর তিনি সাপটিকে মেরে ফেলেন। পরে সেটি বস্তায় ভরে হাসপাতালে নিয় আসেন। এখন তিনি ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!