• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে বাড়িতে নিয়ে পূজা করছিলেন যুবক


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৫:৩০ পিএম
মন্দির থেকে শিবলিঙ্গ চুরি করে বাড়িতে নিয়ে পূজা করছিলেন যুবক

ময়মনসিংহে শিব মন্দির থেকে চুরি যাওয়া শিবলিঙ্গ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রশান্ত কর্মকার (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিবলিঙ্গটি নিয়ে নিজ বাড়িতে স্থাপন করে পূজা শুরু করেছিলেন ওই যুবক।

রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা চত্বরে সংবাদ সম্মেলনে করে ঘটনার বিস্তারিত জানায় পুলিশ।

গ্রেপ্তার প্রশান্ত কর্মকারের বাড়ি টাঙ্গাইল সদরের দাইন্যা এলাকায়।

পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে রিকশাচালককে শনাক্ত করা হয়। রিকশাচালক শিবলিঙ্গ নিয়ে যাওয়া ওই যুবককে নগরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে নিয়ে যান। যে বাসে করে ওই যুবক টাঙ্গাইলে যান, সেই বাসের চালকের সহকারীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশনের সামনে শিবলিঙ্গ নিয়ে যান ওই যুবক। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় সন্দেহভাজন যুবককে শনাক্ত করা হয়। পরে যুবকের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় যুবককে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, এ ঘটনার সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি প্রায় কোটি টাকা মূল্যের বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দির থেকে শিবলিঙ্গটি চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে শিবলিঙ্গটি মন্দির থেকে কাঁধে করে নিয়ে রিকশায় চড়ে এক যুবককে পালিয়ে যেতে দেখা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, শিবলিঙ্গটি মর্যাদার সঙ্গে নিয়ে নিজ বাড়িতে স্থাপন করে পূজা শুরু করেছিলেন ওই যুবক। এমন অবস্থায় শিবলিঙ্গটি উদ্ধার করা হয় এবং যুবককে গ্রেপ্তার করা হয়।

Link copied!