• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ১০:৪৪ এএম
এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু

রাজধানীর গুলশানের একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে গোপাল মল্লিক (২৮) নামের এক যুবক মারা গেছেন।

শনিবার (৪ মার্চ) গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, “মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল মল্লিক নামের একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আরেকজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।”

গোপাল মল্লিকের বাবা ডিজেন মল্লিক বলেন, “আমার ছেলে নিকেতনের এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!