• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জালভোট দিতে গিয়ে কারাগারে যুবক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২৯, ২০২৪, ০৪:২৩ পিএম
জালভোট দিতে গিয়ে কারাগারে যুবক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় জালভোট দেওয়ার সময় আরিফ মাতুব্বর (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনে সদরপুর উপজেলায় জাল ভোট দেওয়ার সময় আরিফ মাতুব্বর (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরিফ ওই ইউনিয়নের মুজিবর মাতুব্বর কান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।

বুধবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত আরিফ মাতুব্বর চরনাছিরপুর ইউনিয়নের মজিবর মাতুব্বরেরকান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী বলেন, জালভোট দেওয়ার সময় আরিফ মাতুব্বর নামের একজনকে আটক করে ৬ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Link copied!