• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

গাইবান্ধায় হ্যান্ডকাপ পরে হাসপাতালে যুবক, গাইলেন গান


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:০৬ পিএম
গাইবান্ধায় হ্যান্ডকাপ পরে হাসপাতালে যুবক, গাইলেন গান

অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে আটক যুবক হ্যান্ডক্যাপ পরা অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গিয়ে সবাইকে গান শুনিয়েছেন।  

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিন্দপুর কৈপাড়া এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত ওই যুবককে স্থানীয়রা মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেন। সাদুল্লাপুর থানা পুলিশ ওই যুবককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জন ও দুই পুলিশ সদস্যের উপস্থিতিতে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় ওই যুবক গান গাইতে শুরু করেন। সেই ফাঁকে কেউ একজন ঘটনাটি ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন। ১ মিনিট ৩১ সেকেন্ডের সেই গানের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ঘটনাটি নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Link copied!