টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘুমে আচ্ছন্ন হয়ে ট্রাক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার আশুরা এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।
এসময় ট্রাকের স্টিয়ারিংয়ে সঙ্গে আটকা পড়েন চালক আবু নাঈম (২৫)। পরে ওই ট্রাকের ইঞ্জিন কেটে তাকে জীবিত উদ্ধার করা হয়।
চালক আবু নাঈম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, মাল নামিয়ে খালি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪-৯৫৬৮) নিয়ে বগুড়া ফিরছিলেন চালক আবু নাঈম। টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার অতিক্রম করে পৌর এলাকা প্রান্তিকে আশুরা নামক এলাকায় পৌঁছাতেই ঘুমে আচ্ছন্ন চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশের খাদে নেমে ট্রাক আটকে যায় বৈদ্যুতিক খুঁটিতে। স্টিয়ারিং ধরেই ইঞ্জিনের সঙ্গে আটকা পড়েন তিনি।
এমন অবস্থায় খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকর্মীদের দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ শুরু করে। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় ট্রাকের ইঞ্জিনের অংশ কেটে চালককে জীবিত উদ্ধার করেন তারা। তবে তার একটি পা ভাঙা অবস্থায় পাওয়া যায়।
তারা চালককে উদ্ধার করে তাদের বিভাগীয় অ্যাম্বুলেন্সযোগে মধুপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।