ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ফেনী রেলস্টেশনের দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে এক ব্যক্তি দেওয়ানগঞ্জ রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে ওই স্থান দিয়ে ফেনী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় চাকার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
ফেনী রেলস্টেশন জিআরপি পুলিশের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনাস্থলে স্থানীয় অনেক লোকজন জড়ো হলেও কেউ তাকে চিনতে পারেনি। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।