• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৯:৩২ পিএম
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির পরীক্ষার প্রথমদিনে প্রক্সি দিতে গিয়ে সুমন রহমান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম থানা পুলিশ।  

রোববার (৩০এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে তাসনিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সুমন রহমান উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে। তিনি ভোকেশনাল শাখার এক শিক্ষার্থীর  হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিব বাদী হয়ে ওই যুবকসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অভিযুক্ত করে মামলা করেছেন।

Link copied!