ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১২:২০ পিএম
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
গ্রেপ্তার মো. ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল গফুরের ছোট ছেলে মো. ফরিদুল ইসলামকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, “একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মূলত ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেপ্তার করে।”

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবির একটি দল চেয়ারম্যানপুত্রের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। দীর্ঘদিন তিনি ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

Link copied!