• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:৪১ পিএম
জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে মো. আলাউদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার পায়ে থাকা জুতা থেকে ১৫২০পিস ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) চরজব্বর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আলাউদ্দিন উপজেলার চরবাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো. সিরাজুল হকের ছেলে।

এর আগে সোমবার (১২ জুন) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন সংলগ্ন সোনাপুর-চেয়ারম্যান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 
সুবর্ণচর উপজেলার সুবর্ণ এলপিজি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি অটোরিকশাসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার পায়ে থাকা জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, এ ঘটনায় চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Link copied!