• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ইয়াবা জব্দ, আটক ২


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১৫ পিএম
ইয়াবা জব্দ, আটক ২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ দুই যুবকককে আটক করেছে র‌্যাব।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই যুবক হলেন উপজেলার কাদিরদী গ্রামের মুন্নু ফকিরের ছেলে রাব্বি ফকির (১৯) ও পার্শ্ববর্তী শিবপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৯)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আটক দুই মাদকব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা হয়েছে। বিকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরদী এলাকা থেকে ১ হাজার ২৯৫ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করে র‌্যাব।

Link copied!