সাভারের আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (৪ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে প্রায় এক হাজার পোশাকশ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নামলে পুলিশ বাধা দেয়। পরে তারা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি জানান, সকালে পোশাকশ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা থেকে আবার রাস্তায় বের হয়। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।