• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

শ্রমিক আন্দোলন, ১০ কারখানায় ছুটি ঘোষণা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:২৭ পিএম
শ্রমিক আন্দোলন, ১০ কারখানায় ছুটি ঘোষণা
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কে এম জহিরুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।”

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরনের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। 

শ্রমিকদের দাবি, তাদের ২ মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, “অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।”

Link copied!