বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:০৭ পিএম
বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ গাজী (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন ট্রলির চালক ও তার সহকারী। চালকের সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

নিহত ট্রলি শ্রমিক আব্দুল্লাহ গাজী সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকার বুলবুল গাজীর ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাকসুদুর রহমান বলেন, দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলা গোপীনাথপুর এলাকায় খুলনাগামী ওয়েলকাম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে ট্রলির চালক ও তার সহকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্বার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!