জয়পুরহাটের পাঁচবিবিতে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রহিম (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার শালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রহিম পশ্চিম কড়িয়া গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, শালপাড়া বাজারে শ্রমিক আব্দুর রহিম গাছ কাটার কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতা বসত তিনি গাছ থেকে পড়ে গিয়ে মারাত্বক আহত হন। এ সময় স্থানীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।