• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

৪ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:০২ পিএম
৪ তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
ফরিদপুরের মানচিত্র। ছবি : সংবাদ প্রকাশ গ্রাফিক্স

ফরিদপুরে ৪ তলা একটি ভবন থেকে পড়ে জাহিদুর রহমান ওহিদ (৪৬) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াটার লিলি নামক বিল্ডিংয়ে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওহিদ ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার মোমরেজ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জাহিদুর রহমান ঝিলটুলী এলাকার একটি চার তলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।” 

Link copied!