মাদারীপুরের কালকিনি উপজেলায় রাস্তার উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করে দেন।
উপজেলা প্রকল্প অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের স্থানীয় আসলাম খানের বাড়ি থেকে মহিশমাড়ি কালামিয়া শিকদারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটারের রাস্তার কাজ শুরু হয়। ৪২ লাখ ৬৪ হাজার টাকার এই কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান শেখ মিঠু এন্টারপ্রাইজ। ওই রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার খবর পেয়ে সরেজমিনে যান কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল ও উপ-সহকারী প্রকৌশলী তনু চন্দ্র কর। তারা ঘটনার সত্যতা পেলে রাস্তার কাজ বন্ধ করে দেন। পাশাপাশি নিম্নমানের ইট অপসারণ করেন।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ঠিকাদার শিডিউল অনুযায়ী ইট ব্যবহার না করায় রাস্তা নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।