মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে শিশু আছিয়া নিহতের ঘটনায় দ্রুত বিচারের ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।
সোমবার (১৭ মার্চ) দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি করে ফরিদপুর জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ঈদের আগেই আছিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। ধর্ষকদের ফাঁসির রায় ঘোষণা করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন আছিয়ার মতো আর কোনো শিশুর সঙ্গে এধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়।”