• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৈষম্যের শিকার নারী শ্রমিকরা


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০১:১০ পিএম
বৈষম্যের শিকার নারী শ্রমিকরা

শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলার প্রত্যন্ত এলাকায় সারা বছর চলে কৃষিকাজ। এ উপজেলায় কৃষি কাজে পুরুষের পাশাপাশি কাজ করেন নারী শ্রমিকরাও। শুধু কৃষি শ্রমিক হিসেবে নয়, মাটি কাটা, গৃহ নির্মাণ কাজেও নারীদের অংশগ্রহণ চেখে পড়ার মতো।

কিন্তু আজও পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার নিয়ম-কানুনের গ্যাঁড়াকলে আটকে আছেন নারীরা। ঘরের কাজে যেমন স্বীকৃতি নেই, তেমনি বাইরের কাজেও তাদের দেওয়া হচ্ছে কম মজুরি।  

উপজেলার মনিয়ারি গ্রামের কৃষিকাজে নিয়োজিত নারীরা জানান, এত হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও তারা কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। একজন পুরুষ শ্রমিক সারাদিন কাজ করে মজুরি পান ৫০০ থেকে ৬০০ টাকা। সেখানে নারী শ্রমিকরা সারাদিন কাজ করে পাচ্ছেন ৩০০ থেকে ৩৫০ টাকা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা সোহেল রানা বলেন, “সমাজসেবা অধিদপ্তরের আওতায় পল্লী মাতৃকেন্দ্র সমবায় সমিতির মাধ্যমে নারী সাবলম্বী করার জন্য ক্ষুদ্র ও স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হচ্ছে। যেন সমাজের পিছিয়ে পড়া নারীরা সামাজিক দারিদ্র দূর করতে পারে।”

Link copied!