• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক মামলায় নারীর যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৪:৪২ পিএম
মাদক মামলায় নারীর যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৪৮) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালাত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা বেগম সাতক্ষীরা জেলার সদর উপজেলার ছয়ঘুরিয়া গ্রামের মো. মুকুল মোল্যার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুজ্জামান লিটু ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ এপ্রিল দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া শিবতলা কালী মন্দিরের সামনে নড়াইলগামী যাত্রীবাহী বাস তল্লাশির সময় বাস থেকে নেমে তাসলিমা বেগম পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুস সালাম সিদ্দিক তাসলিমার নামে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়।

Link copied!