• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০২:৫২ পিএম
ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ের সময় ঘরের ওপর একটি গাছ পড়েছে। এসময় নিচে চাপা পড়ে ছকিলা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

নিহতের বোন ছবিয়া বেগম বলেন, “ছকিনার স্বামী বাড়িতে না থাকায় আমরা দুই বোন এক ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে আমি নিরাপদে যাওয়ার জন্য বোনকে বলেছি। তড়িঘরি করে আমি ঘর থেকে বের হলেও সে বের হতে পারেনি। এ অবস্থায় ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি ভেল্লিগাছ ছকিলা বেগমের ঘরের ওপর পড়ে। এসময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন।”

ছবিয়া বেগম আরও বলেন, “ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের ওপর গাছ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!