• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালানোর ঘটনায় এবার জেলার প্রত্যাহার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৪, ১১:১৮ এএম
কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালানোর ঘটনায় এবার জেলার প্রত্যাহার
জেলা কারাগার। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা কারাগারের কনডেমন সেল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি পালানোর ঘটনায় পাঁচজনকে সাময়িক বরখাস্তের পর এবার কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেলকে প্রত্যাহার করা হয়েছে। কয়েদি পালানোর ঘটনায় দায়ের করা মামলার বাদী তিনি। 

এ দিকে তার স্থলে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া জেলা কারাগারে জেলার হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা করাগারের জেল সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, “প্রশাসনিক কারণে জেলার ফরিদুর রহমান রুবেলকে কারা অধিদপ্তরের নির্দেশে রাজশাহী ডিআইজি প্রিজন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।”

এর আগে চার কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বগুড়া জেলা কারাগারের ডেপুটি জেলার হোসেনুজ্জামান, প্রধান কারারক্ষী আব্দুল মতিনসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া আরও তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

0গত ২৬ জুন দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কনডেমন সেলের ছাদ ফুটো করে, বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান বগুড়া কারাগার চত্বর পরিদর্শন করে তদন্তকাজ শুরু করেন।
 

Link copied!